আয়করি.কম প্রত্যেক শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে থাকে:

👉🏼 শিক্ষার্থীদের দেওয়া তথ্যসমূহের গোপনীয়তা:

আয়করি.কম এর সদস্যপদ অর্জনের জন্য আপনার পক্ষ থেকে পাঠানো সকল কিছুর তথ্য সর্বোচ্চ গোপনীয় রাখা হয়ে থাকে।

👉🏼 হালাল পথে আয়ের নিশ্চয়তা:

আয়করি.কম একমাত্র আল্লহর উপর ভরসা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে থাকে। যাহার দরুণ চলমান প্রতিটি কার্যক্রমের সাথে ইসলামের বিধি-বিধানগুলো সমন্বয়র করার মাধ্যমে শিক্ষার্থীগণের মাঝে কাজ দেওয়া নেওয়া করে থাকে।

👉🏼 আয় করতে ব্যর্থ হলে সমুদয় টাকা ফেরতের নিশ্চয়তা:

আয়করি.কম এর সদস্যপদ অর্জনের জন্য জমাকৃত ২১০০/= টাকা গচ্ছিত রাখা হয়। কোন শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আয় করতে ব্যর্থ হলে তাহার সমুদয় টাকা ফেরত প্রদান করে থাকে।

👉🏼 নিরাপদ পেমেন্ট লেনদেন:

ছোট ছোট আয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোফাইলে ৫০০ টাকা জমা হলেই বিকাশ/নগদ/রকেট/ব্যাংক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে।

👉🏼 রেটিং এবং পর্যালোচনা পদ্ধতি:

প্রত্যেক শিক্ষার্থীদের কাজের মান যাচাই বাছাইয়ের উপর সম্মামনা স্বরুপ রেটিং ও পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

👉🏼 জালিয়াতি বিরোধী ব্যবস্থা:

আয়করি.কম এর সাথে কোন শিক্ষার্থী জালিয়াতীমূলক কর্মকান্ডে অংশগ্রহণ প্রতীয়মান হলে আইনগতভাবে তা নিষ্পত্তি করার ব্যবস্থা রয়েছে।

👉🏼 শিক্ষার্থীদের মাঝে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি:

আয়করি.কম প্লাটফর্ম ব্যবহার করার মাধ্যমে নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজের অন্যদের মাঝে তা ছড়িয়ে দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা করা হয়ে থাকে।