আয়করি.কম কিভাবে কাজ করে?
আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ্
aykori.com সাইট কিভাবে কাজ করে? এ বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করার জন্য আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করছি এবং শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ্!
প্রথমেই বলে রাখছি মাত্র ২১ দিনে aykori.com প্লাটফর্মটি হালাল পথে আয় করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি-তে নিচের ২টি Platform এর উপর প্রয়োজনীয় শিক্ষা প্রদান করে থাকে।
১ম পর্বে – ১১টি ক্লাশের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছোট্ট পরিসরে amazon এর ন্যয় Affiliate Marketing পদ্ধতি শিখে নিজে থেকেই আয় শুরু করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
১ম পর্বের ১১ টি লাইভ ক্লাশে 64bdponno.com এর উপর নিচের টপিকগুলোর বিষয়ে ক্লাশ নেওয়া হবে, ইন্শা-আল্লহ্।
এফিলিয়েট মার্কেটিং কি? ইসলামের দৃষ্টিতে এটি হালাল না হারাম? নতুন অবস্থায় কেন শুধু আমাদের সাথে এফিলিয়েট শিখবেন? এফিলিয়েট মার্কেটিং এর কমিশন কেমন হবে এবং কত টাকা পর্যন্ত আয় করা সম্ভব?- (১ম ক্লাশ)
64bdponno.com-এ কিভাবে একাউন্ট খুলতে ও এপ্রুভ করাতে হয়? 64bdponno.com’র একাউন্টের ড্যাশবোর্ড পরিচিতি। – (২য় ক্লাশ)
কিভাবে আমাদের সাইট হতে পণ্য নির্বাচন করবেন? ট্র্যাকিং আইডি কি? পণ্য ক্রেতার নিকট প্রচারণার ক্ষেত্রে কিভাবে আপনি ট্র্যাকিং আইডি ব্যবহার করবেন? পন্যের বিক্রির পর কমিশন হতে প্রাপ্ত টাকা কোন কোন উপায়ে উত্তোলন করা যাবে? কত টাকা হলে উঠানো যাবে? কি কি ভাবে আপনার ইনকাম বাড়িয়ে নিতে পারবেন? (৩য় ক্লাশ)
Digital Marketing (Facebook Marketing)- (৪র্থ হতে ৮ম ক্লাশ)
WordPress (Landing Page Design)এর উপর ৩ টি ক্লাশ।- (৯ম হতে ১১তম ক্লাশ)
২য় পর্বে- অবশিষ্ট ১০ টি ক্লাশের মাধ্যমে যতটুকু শিক্ষা প্রদান করলে প্রত্যেক শিক্ষার্থীগণ সহজেই নিজে থেকেই আয় শুরু করতে পারবেন ততটুকুই শিক্ষা প্রদানের মাধ্যমে ছোট্ট পরিসরে fiverr মার্কেটপ্লেসের ন্যায় কাজ দেওয়া-নেওয়ার মাধ্যমে আয় শুরুর ব্যবস্থা করা হয়ে থাকে।
২য় পর্বের ১০টি লাইভ ক্লাশে aykori.com এর উপর নিচের টপিকগুলোর বিষয়ে ক্লাশ নেওয়া হবে, ইন্শা-আল্লহ্।
Graphics Design (Canva, Adobe Photoshop + Illustrator)- (১২তম হতে ১৬তম ক্লাশ)
Content Writing (Bangla and English) – (১৭তম হতে ১৮তম ক্লাশ)
Video Creation (Canva, Camtasia) – (১৯তম হতে ২১তম ক্লাশ)
উপরোল্লিখিত টপিকগুলোর বিষয়ে ক্লাশগুলোতে যুক্ত হওয়ার জন্য নিচের ৪টি ধাপ মনোযোগ সহকারে পড়ে তদানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রথমত: ২১ দিনের ফ্রি লাইভ সেশনটিতে যুক্ত হওয়ার জন্য নিচের ফেসবুক (https://www.facebook.com/groups/etdpbd) গ্রুপটিতে Join করুন এবং সকল সময় আপডেট নিউজ পেতে অফিসিয়াল YouTube Channel (https://www.youtube.com/@PassiveIncomeBD) টি Subscribe করে রাখুন।
উপরের ২টি কাজ করবার পর আয়করি.কম এর সাপোর্ট ইমেইলে ([email protected]) অথবা সরাসরি মোবাইল নম্বরে (8801400522174 অথবা 8801400522175 (WhatsApp) নিজের Admission টি নিশ্চিত করে নিন।
দ্বিতীয়ত: যুক্ত হওয়ার পর আপনি দুইভাবে অগ্রসর হতে পারবেন।
(ক) চলমান লাইভ সেশনগুলোর ক্লাশগুলোতে নিয়মিত উপস্থিত হয়ে হোমওয়ার্কগুলো জমা দেওয়া।
(খ) পূর্বের যেকোন একটি সেশনের ধারাবাহিক ২১টি রেকর্ডেড ক্লাশগুলো নিজের মত করে দেখে দ্রুত আয় করার জন্য 64bdponno.com সাইটে Affiliate Program টিতে Join করার মাধ্যমে কাজ শুরু করে দেওয়া। আর যদি ফাইভার রিলেটেড কাজগুলো করতে ইচ্ছা পোষণ করেন তাহলে যতটুকু শিখেছেন ততটুকুর উপর aykori.com সাইটে ৩০০০/= জমাপূর্বক রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন এবং আপনার গিগ (কাজ) সাবমিট করুন। আয় শুরু করার পর আপনার প্রোফাইল হতে কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না। (বি.দ্র: কোন শিক্ষার্থী আয়করি.কম হতে কোনপ্রকার আয় করতে না পারলে রেজিষ্ট্রেশন ফি এর সমুদয় টাকা ফেরত প্রদান করা হবে, ইন্শা-আল্লহ)।
তৃতীয়ত: আয়করি.কম হতে যেকাজগুলো দেওয়া হবে নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষের নিকট প্রেরণ পূর্বক আপনার একাউন্টে কাজের সম্মানি বুঝে নেওয়া।
চতুর্থত: ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে আপনার একাউন্টে ৫০০ টাকা জমা হলেই বিকাশ/নগদ/রকেট/ব্যাংক একাউন্টে উত্তোলন করে ফেলা।